ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের তালাবদ্ধ গেটের সামনে খালেদা
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রসমাবেশস্থলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের অডিটরিয়াম কক্ষ তালাবদ্ধ হওয়ায় খালেদা জিয়া গেটের সামনে অপেক্ষামাণ।
মঙ্গলবার বিকেল ৪টা ২৩ মিনিটে খালেদা জিয়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের সামনে আসেন। এর আগে বিকেল ৩টা ৪৮মিনিটে গুলশান বাসভবন থেকে রওনা দেন খালেদা।
বিএনপি চেয়ারপারসনের চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংগঠনটির দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী জানান, অডিটরিয়াম কক্ষে এখনো তালা ঝুলছে। ম্যাডাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
সমাবেশের সব প্রস্তুতি নিয়েও অনুমতি না পাওয়ায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে বিক্ষোভ করছেন ছাত্রসমাবেশে আগত ছত্রদলের নেতাকর্মীরা। বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তারা অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন।
এআর/জেএইচ/পিআর