ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপির কালো পতাকা মিছিল ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২৪ এএম, ০১ জানুয়ারি ২০১৮

আগামী ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। দিবসটি উপলক্ষে ওই দিন সারা দেশে জেলা, মহানগর এবং উপজেলাগুলোতে কালো পতাকা মিছিল করবে দলটি। তবে কালো পতাকা মিছিল কর্মসূচি ঢাকা মহানগরের আওতার বাইরে থাকবে।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির বিষয়ে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, সমাবেশের অনুুুুমতির জন্য পুলিশ ও গণপূর্ত অধিদফতরে আমরা চিঠি দিয়েছি। আমরা আশা করছি সমাবেশের অনুমতি পাবো।

৫ জানুয়ারি অন্য কারো সমাবেশ আছে বলে শোনা যাচ্ছে- এ বিষয়ে তিনি বলেন, আমাদের জানা মতে, কেউ ওই দিন সমাবেশের অনুমতি চায়নি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে থাকবেন কি না- এই প্রশ্নের জবাবে রিজভী বলেন, সময় হলে আপনাদের জানানো হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, মীর সরফত আলী সপু ও মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/এআরএস/এমএস

আরও পড়ুন