আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে চ্যানেল আইয়ের শোক
প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর (অব.) মৃত্যুতে শোক জানিয়েছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। শনিবার দুপুরে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড তথা চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আই-এর পরিচালক (বার্তা) শাইখ সিরাজ এবং দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী রাজধানীর বাড্ডার প্রাণ-আরএফএল সেন্টারে এসে এ শোক জানান।
এ সময় চ্যানেল আই-এর পক্ষ থেকে তারা আনুষ্ঠানিকভাবে প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরীর হাতে একটি শোক-বার্তা হস্তান্তর করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।
শোক বইয়ে ফরিদুর রেজা সাগর লিখেন- আমজাদ খান চৌধুরী ছিলেন বাংলাদেশের প্রাণ-পুরুষ। যিনি বহু বাণিজ্যিক মান প্রসার করেছেন এ দেশে। চ্যানেল আই পরিবারের সঙ্গে প্রাণ-আরএফএল পরিবারের আত্মিক সম্পর্ক। বাংলাদেশের শেকড়ের টিভি চ্যানেল আই এবং বাংলাদেশের শেকড়ের মানুষের প্রাণের বাণিজ্যিক পণ্যের সম্ভার প্রাণ-আরএফএল গ্রুপ -যা সাধারণ মানুষের জীবনকে করেছে উজ্জীবিত।
শাইখ সিরাজ বলেন, এখন থেকে ২৫ বছর আগে আমি যখন বিটিভিতে মাটি ও মানুষ অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত তখন মাশরুম চাষের উপর একটি প্রতিবেদন দেখে আমজাদ খান সাহেব আমাকে তাঁর অফিসে ডেকেছিলেন। সেই থেকে দু’জন একসঙ্গে বাংলাদেশের কৃষি অর্থনীতি উন্নয়নের অনেক স্বপ্ন দেখেছি।
এ সময় শাইখ সিরাজ নাটোর ও সিরাজগঞ্জে বিভিন্ন সময়ে কন্ট্রাক ফার্মিং, ম্যাংগো পাল্প প্রসেসিং ও ডেইরি প্রজেক্ট নিয়ে কাজ করার সময় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহীর সঙ্গে তাঁর স্মৃতি রোমন্থণ করেন। তিনি আমজাদ খান চৌধুরীর স্বপ্ন ২০২০ সালের মধ্যে বাংলাদেশে ‘শ্বেত বিপ্লব’ তথা ডেইরি খাতের উন্নয়নে আরো গভীরভাবে কাজ করার জন্য প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরীকে পরামর্শ দেন।
দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, যখন বিদেশের মাটিতে প্রাণ-আরএফএল গ্রুপের কোনো পণ্য দেখি তখন গর্বে বুকটা ভরে উঠে।
আহসান খান চৌধুরী অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার বাবার আত্মার মাগফেরাত কামনা করেন এবং সবার কাছে দোয়া চান। তিনি বলেন, আমার মায়ের মাধ্যমে বাবার সঙ্গে সর্বশেষ যে এসএমএস যোগাযোগ হয়েছে তাতে আমার বাবার নির্দেশ ছিল- দেড় বছরের মধ্যে নাটোরবাসীর জন্য একটি অত্যাধুনিক হাসপাতাল স্থাপন করা। আমার মিশন হচ্ছে বাবার শেষ ইচ্ছা পূরণ করা।
উল্লেখ্য, গত ৮ জুলাই মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.) মৃত্যুর পরদিনই চ্যানেল আই তাদের আর্কাইভ থেকে ২০০৭ সালের হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব প্রচার করেন। এছাড়া আগামী ১৩ জুলাই সোমবার আমজাদ খানের সঙ্গে বিভিন্ন সময়ের সাক্ষাৎকারের উপর ভিত্তি একটি একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
আরএস/আরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা