ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

গণতন্ত্র না থাকায় দেশে ধস নেমেছে : মঈন খান

প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৭ জুলাই ২০১৫

গণতন্ত্র আজ মৃত উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, বাংলাদেশে আজ গণতন্ত্র নেই। তাই আজ দেশে ধস নেমে এসেছে। এই ধস শুধু মূল্যবোধের ধস নয়, এই ধস গণতন্ত্র অর্থনীতির ধস। 

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সরকারের সমস্ত নির্যাতনের জবাব বিএনপি শান্তিপূর্ণভাবে দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

একই সঙ্গে তিনি বলেন, বিএনপি অন্য কোন আদর্শে বিশ্বাস করে না। এই দল নিজেদের আদর্শে বিশ্বাস করে। তাই দেশে শান্তি বজায় রেখেই সরকারের নির্যাতনের জবাব দেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার আজ ইফতার থেকে শুরু করে সব কিছু লুটপাট করে নিচ্ছে। আর আওয়ামী লীগ ইফতার লুট করে প্রমাণ করেছে তারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে না, তারা নাস্তিকতায় বিশ্বাস করে।

একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে আজ রাজনীতির মতো ইফতার অনুষ্ঠান করাও হারাম হয়ে গেছে। আজ আমরা ইফতার করার অধিকারও হারিয়ে ফেলেছি।

এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক ড. সদরুল আমীন, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/এসআরজে