ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

প্রধানমন্ত্রীর সফর রাষ্ট্রীয় অর্থের অপচয় : মির্জা ফখরুল

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৮০ জনের বিশাল বহর নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়া রাষ্ট্রীয় অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়।

সোমবার বিকেলে  বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন তিনি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। তিনি মোট ১৮০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই সরকার ‘অবৈধ’ ও ‘অনৈতিক’। প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা সরকার রাষ্ট্রীয় কোষাগারের টাকা অপচয় করছে। এটা ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের নিদর্শন। এই সফরের কোনো যৌক্তিকতা নেই। বিএনপি এর নিন্দা জানাচ্ছে।

 

তিনি বলেন, ‘অবৈধ’ সরকারের প্রধানমন্ত্রী ১৮০জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গেছেন। অতীতে আর কখনো এত বেশি লোক নেওয়া হয়নি। সফরে নয়জন মন্ত্রী তাদের স্ত্রীসহ গেছেন। প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরাও আছেন। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়া সচিবও আছেন। এটা ক্ষমতার অপব্যবহারের নিদর্শন।

বিচারপতিদের অভিশংসন সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে বিএনপি জোট আবারো কর্মসূচি দিবে কিনা এই প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ভবিষ্যতে জানানো হবে। কাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়ীয়া ও পরে জামালপুরে জনসভা আছে। এগুলো শেষ হওয়ার পর।