ক্ষমতায় গেলে বিএনপি প্রতিশোধের রাজনীতি করবে না
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক বলেছেন, আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি প্রতিশোধের রাজনীতি নয়, আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে। বিচারপতিদের দেশত্যাগে বাধ্য করা হবে না।
বুধবার রাজধানীর তোপখানায় শিশুকল্যাণ মিলনায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন আয়োজিত ‘নির্যাতিত সাংবাদিক ও গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতাদের তথ্যমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে কথা না বলার পরামর্শ দিয়ে ফারুক বলেন, ‘আপনারা বলছেন বিএনপি শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই বিএনপি জন্ম নিয়েছে শেষ হওয়ার জন্য নয়। এ দলটির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। রাজনৈতিকভাবে বিএনপি এখন প্রতিষ্ঠিত’।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ২০১৪ সালের সুরে কথা বলছে। '২০১৪ সালে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতারা যে সুরে কথা বলেছিলেন এখন আবার সেই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন।
তিনি আরও বলেন, তাদের মনে রাখা উচিৎ হাসিনার অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না; জনগণ হতে দেবে না। আগামী নির্বাচন সহায়ক সরকারের অধীনেই দিতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট বিভাগীয় শত নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদ,
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন চৌধুরী বেঙ্গল, বাংলাদেশ ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের (ক্রাব) সভাপতি আবু সালেহ আকন, শত নাগরিক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ডিইউজে সদস্য মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার প্রমুখ।
এমএম/এমএমজেড/জেআইএম