খালেদার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি হাছানের
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘বিচারকরা নিয়ন্ত্রিত’ এমন মন্তব্য করে আদালত অবমাননা করেছেন বলে দাবি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদের। বিচার বিভাগের মান-মর্যাদা রক্ষার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে অতিসত্বর আইনগত ব্যাবস্থা নেয়ার দাবিও জানান তিনি।
সোমবার প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ইফতারের আগে মানুষ মিথ্যা বলা এবং গীবত করা থেকে দূরে থাকে। অথচ বেগম খালেদা জিয়া রমজানের প্রতিদিন ইফতার পার্টির নামে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। মিথ্যা কথা বলায় খালেদা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এর জন্য তাকে পুুরস্কৃত করা উচিত।
খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, শুধু পুলিশ বিভাগ নয়, খালেদা বিচার বিভাগকেও কটাক্ষ করেছেন। এতে আদালত অবমানা করেছেন খালেদা। বিচার বিভাগের স্বাধীনতার জন্য অতিসত্বর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক।
খালেদা জিয়াকে ভূতের সঙ্গে তুলনা করে সাবেক এই মন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) মানুষ পুড়িয়ে মারছেন। তাই এই ভূতরূপী খালেদা জিয়াকে মানুষ আর তাদের মাঝে দেখতে চায় না।
সংগঠনের সভপতি জিন্নাত আলী খান জিন্নাহ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার, এম এ করিম, মুক্তযোদ্ধা আবদুল হক ভূইয়া প্রমুখ।
এএসএস/আরএস/আরআই