ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রফিকুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৬:২৯ এএম, ০৬ জুলাই ২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করে আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে তাদেরকে পলাতক দেখিয়ে এ পরোয়ানা জারি করেন।

যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি : ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এ্যাডভোকেট সৈয়দা আশিয়া আশরাফী পাপিয়া, বিএপির চেয়ারপাসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুর বারী হেলালসহ ১৬ জন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৬ জানুয়ারি বিএনপির হরতাল-অবরোধ চলাকালে পল্লবী থানাধীন সেকশন ১১ এলাকায় মেইন রোডে আসামিরা শিকড় পরিবহণে যাত্রী হত্যার উদ্দেশ্যে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় শিখড় পরিবহণের ড্রাইভার জাকির হোসেন পল্লবী থানায় মামলাটি দায়ের করেন।

২০১৫ সালের ৩০ এপ্রিল পল্লবী থানার এসআই আবু সাঈদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অ্যাডভোকেট সৈয়দা আশিয়া আশরাফী পাপিয়া, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মারুফ কামাল, হাবীব-উন-নবী খান সোহেল, আজিজুর বারী হেলাল, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ২১ জনের বিরুদ্ধে  আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এআরএস/পিআর