জামায়াতের বিক্ষোভ শুরু আজ
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ কারাবন্দী অন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শুরু হচ্ছে আজ সোমবার চলবে মঙ্গলবার পর্যন্ত।
রোবাবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ বিক্ষোভ-কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করে এ দেশের দেশপ্রেমিক ইসলামী শক্তিকে নিশ্চিহ্ন করতে চায়। দেশের জনগণ সরকারের এ ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন করতে দেবে না।
সরকারের সব জনস্বার্থ এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য তিনি দেশের সব শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানান।
এসকেডি/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা