বুধবার চাঁপাইনবাবগঞ্জ যাবেন ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সফর করবেন। সফরকালে তিনি জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন ও নুরুল ইসলাম ঠান্ডু।
এফএইচএস/এআরএস/আইআই