দেশকে দুর্নীতি ও জঙ্গিবাদ মুক্ত রাখতে হবে : সুরঞ্জিত
উন্নয়ন অব্যাহত রাখতে হলে বাংলাদেশকে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত রাখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শনিবার দুপুরে বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশন আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ‘চলমান রাজনীতি ও ঘোষিত বাজেট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃজনশীল প্রত্যক্ষ নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। অপরাজনীতি দূর করে এ ধারা অব্যাহত রাখতে হবে।
এসময় দেশ সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবেই চলবে উল্লেখ করে হিংসা-প্রতিহিংসা বাদ দিয়ে সবাইকে একত্রিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সাবেক এ মন্ত্রী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইউসুফ আলী জীবন। এছাড়াও আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সভাপতি নারায়ণ দেবনাথ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক, আয়োজক সংগঠনের সহ-সভাপতি শওকত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এএসএস/এসএইচএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর