রাজনীতি নয়, নবী-রাসুল দিয়ে ইসলাম প্রসার হয়েছে
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, রাজনীতি দিয়ে কিংবা রাষ্ট্র প্রধানের মাধ্যমে ইসলামের প্রসার ঘটেনি। ইসলামের প্রসার হয়েছে যুগে যুগে প্রেরিত নবী-রাসুলদের দিয়ে। রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করে অপব্যাখ্যা দিয়ে ইসলাম প্রসারের কথা বলে আজ মুসলমানদের বিভ্রান্ত করা হচ্ছে।
শিল্পমন্ত্রী বলেন, যারা ইসলামকে রাজনীতিতে ব্যবহার করে সহিংসতা করে তারা আজ ইসলামকে সারা বিশ্বে একটি বিপন্ন অবস্থায় ফেলেছে। এ কারণেই বিভিন্ন দেশ অস্ত্রের মহড়া দিয়ে মুসলমানদের হত্যা করছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নৃশংসতার কারণে এখন মুসলমানদের হত্যা বেড়েই চলছে। এজন্যই ইসলামী রাষ্ট্রগুলো ধ্বংসের দিকে যাচ্ছে।
শিল্পমন্ত্রী আরো বলেন, ইসলামী রাষ্ট্রের সম্পদ বিধর্মীরা আয়ত্ত করছে। ইসলামকে যারা ব্যবহার করে ধ্বংসাত্মক কার্যক্রম চালায় তারাই ইসলাম ও দেশের শত্রু। তাদের পরিহার করে সিয়াম সাধনার মাধ্যমে ইসলামের সঠিক দীক্ষা নিয়ে প্রকৃত মুসলমান হতে হবে।
শুক্রবার বিকেলে ঝালকাঠি জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির প্রমুখ।
এআরএ/আরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা