ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আজিমপুরে আ.লীগের দু’পক্ষের সমাবেশ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:০৪ এএম, ১৬ নভেম্বর ২০১৭

রাজধানীর আজিমপুরের মেয়র সাঈদ খোকন ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের কর্মী সমাবেশ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়েছে দু’পক্ষে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দু’পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

মেয়র সাঈদ খোকনের সমর্থকরা আজিমপুর বাস স্ট্যান্ডের সামনে থেকে সমাবেশ স্থলে আসতে চাইলে লাঠি-সোটা নিয়ে অপর পক্ষ ধাওয়া দেয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে।

আজ সকালে আজিমপুরে পার্ল হারবাল কমিউনিটি সেন্টারের (ভিকারুননিসা স্কুলের পাশে) শ্মশানের রাস্তায় কে বা কারা ডাস্টবিনের ময়লা ফেলে যায়। বেলা সাড়ে ১১টায় সেখানে আওয়ামী লীগের কর্মী সমাবেশ ডেকেছিল ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ। পাশেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের ছিল পাল্টা কর্মসূচি।

সম্প্রতি মগবাজার-মালিবাগ-মৌচাক ফ্লাইওভার উদ্বোধনী অনুষ্ঠানে শাহে আলম মুরাদের সমর্থকরা মেয়রের দাওয়াতে আগত মুক্তিযোদ্ধাদের অপমান করেন। এর প্রতিবাদে মুক্তিযোদ্ধারা আজ (বৃহস্পতিবার) আজিমপুর পার্ল হারবার কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় এক প্রতিবাদ সভা কর্মসূচি দেন। সভায় মেয়রের সম্মতি ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভার কথা জানতে পেরে মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ হঠাৎ করে বর্ধিত সভা ডাকে। তবে তাদের বর্ধিত সভাস্থল পার্ল হারবারের সামনের রাস্তায় কে বা কারা ময়লা ফেলে যায়। মহানগর নেতাদের দাবি, সমাবেশ ঠেকাতে মেয়রের নির্দেশে ডিসিসির কর্মীরা এসব ময়লা রেখে গেছে।

এমইউ/এনএফ/আরআইপি

আরও পড়ুন