ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ফখরুলের মুক্তি নিয়ে সংশয়

প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৯ জুন ২০১৫

নাশকতায় তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। সোমবার তার মুক্তি পাওয়ার কথা থাকলেও হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতে চেম্বার বিচারপতির কাছে রাষ্ট্রপক্ষের আবেদনে কারণে বিষয়টি আবারো ঝুলে গেছে।

এদিকে সরেজমিন  ঘুরে দেখা গেছে, মির্জা ফখরুলের মুক্তির সংবাদে সোমবার সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গণমাধ্যম কর্মীদের ভীড় ছিল।তবে চেম্বার বিচারপতির কাছে রাষ্ট্রপক্ষের জামিন বাতিলের আবেদনের কারণে ফখরুল মুক্তি পাচ্ছেন কি না তা নিয়ে গণমাধ্যম কর্মীদের মঝে সংশয় ছিল।

মির্জা ফখরুলের মুক্তির অপেক্ষার হাসপাতালে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, যেহেতু উচ্চ আদালত তাকে জামিন দিয়েছেন। আমরা প্রত্যাশা করছি তিনি দ্রুতই মুক্তি পাবেন।

অপরদিকে, সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে মির্জা ফখরুলের জামিন বাতিলের জন্য আবেদন জানানো হয়েছে।

গত ২১ জুন এ তিন মামলায় ফখরুলকে জামিন দেন বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

নাশকতার কাজে উস্কানি, প্ররোচনা ও পরিকল্পনা অনুযায়ী পল্টন এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনায় গত ৪ ও ৬ জানুয়ারি এসব মামলা দায়ের করে পল্টন থানা পুলিশ।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৬১৯ নং রুমে কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন।

# ফখরুলের জামিন স্থগিত চেয়ে আবেদন

এমএম/এএইচ/পিআর