খালেদাকে নির্বাচনে অযোগ্য করার নীলনকশা চলছে : রিপন
সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করার নীলনকশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
রিপন বলেন, বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাইরে রাখার জন্য সরকার নীলনকশা তৈরি করছে। জিয়া পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ আনছে। তবে এই নীলনকশা অনুযায়ী খালেদা জিয়াসহ বিএনপিকে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হলে জনগণ তা মেনে নেবে না।
এই ষড়যন্ত্রের অংশ হিসেবে যদি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে রায় দেয়া হয় সেটাও অবিচার করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতিকে গণতন্ত্রের অচল মাল হিসেবে অভিহিত করে শনিবার তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, উন্নয়ন সমৃদ্ধির রাজনীতি থেকে খালেদা নিজেই নিজেকে খরচের খাতায় নিয়ে গেছেন তাই আগামী নির্বাচনে তার অংশগ্রহণেরও কোনো সুযোগ নেই।
এমএম/আরএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো