ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জামিন পেলেন ফখরুল

প্রকাশিত: ০৪:০৮ এএম, ২৮ জুন ২০১৫

পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্তবর্তীকালীন জামিন দিলেন আপিল বিভাগ। একই সঙ্গে পুলিশ রির্পোটের দিন আত্মসমর্পণ করারও নির্দেশ দিয়েছেন আদালত।  রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী,ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার মির্জা ফখরুলের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

গত ২২ জুন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে  শুনানির জন্য পাঠিয়ে দেন। ওই দিন সকালে মির্জা ফখরুলের জামিন স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
 
প্রসঙ্গত, গত ১৮ জুন রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা এ তিন মামলায় জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে  বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলকে জামিন দেন।

এসকেডি/এমএস