‘খালেদার গাড়িবহরে হামলা পরিকল্পিত’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার গাড়িবহর ও সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী চালক সংগ্রাম দল। তিনি বলেন, সরকার এই হামলাকারীদের বিচার না করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। যারা খালেদা জিয়ার ত্রাণ বহরে হামলা করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
ইরান বলেন, সরকার সামনের নির্বাচনকে বানচাল করার জন্য ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা দিয়ে গ্রেফতারের ষড়যন্ত্র করছে। তবে ২০ দলীয় জোট আলোচনার মাধ্যমেই এর সমাধান করতে চায়। কিন্তু সংলাপ ও আলোচনায় যদি ব্যর্থ হয় তাহলে সংঘাত অনিবার্য। এছাড়া বিএনপি শাস্তিপূর্ণভাবে সবকিছু করতে চায় বলেও তিনি জানান।
চালক সংগ্রাম দলের সভাপতি এম এইচ মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মেহেদী, সংগঠনের কেন্দ্রীয় নেতা শাহজাহান প্রমুখ।
এএস/এমআরএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা