ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সংবিধান সংশোধনে নিন্দা জানিয়েছেন খন্দকার মাহবুব

প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৪

বিচারকরদের অভিশংসন ক্ষমতা সংসদে ফিরিয়ে সংবিধান সংশোধনের তীব্র নিন্দা জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। একই সাথে এই সংশোধনী বাতিলের দাবি জানান তিনি।

খন্দকার মাহবুব বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সহায়তায় ভোটারবিহীন নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। সেই ভোটারবিহীন সংসদের কাছে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা দিয়ে সরকার সম্পূর্ণ অনৈতিক ও অবৈধভাবে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করেছে।

খন্দকার মাহবুব বলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলতে এই সংশোধন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারকে এ জন্য একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ সহসম্পাদক নাসরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।