ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার গাড়ি বহরে হামলা : শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের দেখতে ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার দিনগত রাতে ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক রোকনুজ্জামান তালুকদার রোকনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ন আহ্বায়ক লিটন এ আর খান, জসিম উদ্দিন হলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসাইন, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের কে এম সাখাওয়াত হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নুরুল আলম আলামিন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পলাশ আহম্মেদ, আতিকুর রহমান রাসেল, মিসকাত মাহিবুর রহমান টিপু, আহম্মেদ শাহরিয়ার, শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া যাত্রাপথে ফেনীর মহিপালে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই মিরসরাইয়ে চলন্ত গাড়িবহরে আবারও হামলার ঘটনা ঘটে। এর আগে মহিপালে হামলার ঘটনার পর ফেনী সার্কিট হাউজে ঘণ্টাখানেক বিশ্রাম নেন বিএনপি চেয়ারপারসন। সেখান থেকে ফের কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হলে মিরসরাইয়ে তার চলন্ত গাড়িবহরের হামলার ঘটনা ঘটে।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়বাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

এমএম/আরএস

আরও পড়ুন