রোববার সারাদেশে যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
রোহিঙ্গাদের দেখতে শনিবার কক্সবাজারে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়বাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
শনিবার গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটির পক্ষ থেকে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতৃবৃন্দদের নিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজার যাওয়ার পথে পথে সরকারি দলের লোকেরা হামলা চালিয়েছে।
এমএম/এসএইচএস/এমএস