বিএনপি নেতা মিলনের জামিন মঞ্জুর
রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা নাশকতার দু`টি মামলায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড শফিকুল হক মিলনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে শফিকুল হক মিলন রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
বিএনপি নেতা মিলনের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, ৫ জানুয়ারির পর রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় গত ৩১ মে ও ২৬ জুন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি।
এরই পরিপ্রেক্ষিতে দুপুরে আদালতে হাজির হয়ে বোয়ালিয়া মডেল থানায় ২০ জানুয়ারি ও ৮ ফেব্রুয়ারি দায়ের করা নাশকতার দু`টি মামলায় জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মিজানুর রহমান তার জামিনের আবেদন মঞ্জুর করেন।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর