সাঈদীকে মুক্তি না দিলে তীব্র আন্দোলন : জামায়াত
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি না দিলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন ঢাকা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তসলীম।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কাফরুলে হরতালের সমর্থনে অনুষ্ঠিত মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই হুঁশিয়ারী উচ্চারণ করেন।
জামায়াত নেতা তসলীম বলেন, এদেশের জনগণ মাওলানা সাঈদীর এ রায় মানে না। এ রায় জনগণ প্রত্যাখ্যান করেছে। এদেশের মানুষ মাওলানা সাঈদীর মুক্তি চায়। সাঈদীর মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা সোলাইমান হোসেন, আলাউদ্দিন আলী, অধ্যাপক আনোয়ারুল করিম ও আব্দুল মতিন খান প্রমুখ।