ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সন্ধ্যায় এনপিপির ইফতার পার্টিতে যাবেন খালেদা

প্রকাশিত: ০৭:১৭ এএম, ২৪ জুন ২০১৫

রাজনীতিকদের সম্মানে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ইফতারে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ন্যাশনাল পিপলস পার্টি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক রাজনৈতিক দল।

এর আগে পবিত্র রমজান মাসের প্রথম দিন ওলামা মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করেন তিনি। পরবর্তীতে রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও কূটনৈতিকদের সঙ্গে ইফতার করেছেন খালেদা জিয়া।

এমএম/বিএ/পিআর