ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খাদ্য ও পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

প্রকাশিত: ০৭:৫৬ এএম, ২২ জুন ২০১৫

দেশে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও পঁচা গম আমদানী করার অভিযোগ এনে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পদত্যাগ দাবি করেছে জাতীয়তাবাদি দল বিএনপি। একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্য নায়েক রাজ্জাককে দেশে ফিরিয়ে আনতে না পারলে পররাষ্ট্র মন্ত্রী এইচ এম মাহমুদ আলীর পদত্যাগ করার আহ্বান জানিয়েছে দলটি।সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মূখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।

রিপন বলেন, জনগণের অর্থ আত্মসাত করে পচাঁ গম ক্রয় করার নায়ক কারা। কাদের স্বার্থে পচাঁ গম ক্রয় করা হচ্ছে। বিষয়টি ক্ষতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে তাদের আইনের আওতায় আনতে হবে। খাদ্যমন্ত্রীকে স্বপদে বহাল রেখে তদন্ত সুষ্ঠ হবে না। তাই তদন্তের স্বার্থে তার পদত্যাগ অথবা সাময়িক বরখাস্ত করতে হবে।

চোরের খনি আওয়ামী লীগের পিছু ছাড়েনি এমন মন্তব্য করে তিনি আরো বলেন, সরকার কি আওয়ামী লীগের নাকি জনগণের। দলের মন্ত্রী, এমপিদের পকেট ভারী করার জন্য পচাঁ গম কেনা হচ্ছে।

অপরদিকে, পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলীর পদত্যাগ চেয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, বিজেবি নায়েক রাজ্জাকের বিষয়ে মায়ানমার সরকার ও কূটনৈতিক সঙ্গে আপনার কি কথা হয়েছে তা জনগণকে জানান। যদি তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোন অগ্রগতি করতে না পারেন, ফিরিয়ে আনতে ব্যর্থ হলে পদত্যাগ করুন।

বিএনপির এই নেতা বলেন,  বিজেবি প্রধান এম এ আজিজ বিরোধী দলের আন্দোলনের সময়ে রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিয়েছেন। যা ছিল অনাকাক্ষিত তার পোশাকের সঙ্গে একেবারেই যায় না। বিজেবির নায়েক রাজ্জাক পাচঁ দিন ধরে মায়ানমারে আটক রয়েছেন। এখন আপনার  অবস্থান জানতে চাই। আপনার সঙ্গে বিজিপির(মিয়ানমার সীমান্ত পুলিশ)কি আলোচনা হয়েছে তা জনগণকে জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, সহ শিল্প বিষয়ক সম্পাদক শাহজাদা মিয়া প্রমুখ।

এমএম/এএইচ/পিআর