ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান

প্রকাশিত: ১১:৩০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৪

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে সন্ধ্যায় শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় ৬টায় শাহবাগে অবস্থান নিবে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জানান, সন্ধ্যা ৬টার দিকে প্রথমে শাহবাগে মিছিল বের করবেন মঞ্চের নেতাকর্মীরা। এরপর অবস্থান নেবেন জাতীয় জাদুঘরের সামনে।

রাত কয়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে তা নির্দিষ্ট না হলেও বুধবার সকাল আটটা থেকে পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু হয়ে আপিলের রায় না হওয়া পর্যন্ত চলবে বলেও জানান তিনি।
 
ডা. ইমরান বলেন, আমরা আপিল বিভাগের রায়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পুনরাবৃত্তি করে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি। কারণ তিনি যে অপরাধ করেছেন তার একমাত্র সাজা হতে পারে ফাঁসি।