ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি থেকে খালেদাকে বাদ দেওয়ার আওয়াজ উঠেছে : হানিফ

প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৭ জুন ২০১৫

‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংগঠন থেকে বাদ দেওয়ার আওয়াজ উঠেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বুধবার বিকেলে আওয়ামী লীগের যৌথসভা শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আগামী ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মাহবুব-উল আলম হানিফ বলেন, জামায়ত-শিবির যে কৌশলে সন্ত্রাস-নাশকতা চালায় বিএনপিও এখন সেই কৌশলই গ্রহণ করেছে। রাষ্ট্রবিরোধী এ কর্মকাণ্ডের জন্য খালেদা জিয়া নিজ দলেই ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। এমনকি দলের নেতা-কর্মীরা তাকে বাদ দেওয়ার আওয়াজ তুলেছে। কিন্তু খালেদা জিয়া নিজের অবস্থান ধরে রাখতেই সরকারের বিরুদ্ধে কথা বলে আলোচনায় থাকতে চাইছেন।

খালেদা জিয়াকে বিশ্বজঙ্গি নেতা আখ্যা দিয়ে আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে এসে খালেদা জিয়াসহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে খালেদার সঙ্গে সাক্ষাৎকালে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে প্রশ্ন তোলেন মোদি। এ থেকেই বোঝা যায় খালেদার জঙ্গি সম্পৃক্ততা নিয়ে ভারতসহ বিশ্ববাসী উদ্বিগ্ন।

বিকেল ৪টায় শুরু হওয়া এ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এএসএস/একে/আরআই