অবশেষে জামিন পেলেন বিএনপি নেতা আসলাম
অবশেষে জামিন পেলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী। গত সোমবার কারাফটক থেকে পুনরায় গ্রেফতার হওয়া বিএনপির এ নেতাকে মঙ্গলবার জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন এ আদেশ দিয়েছেন।
সাড়ে পাঁচ মাস ধরে কারাবন্দী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী সোমবার (১৫ জুন) বিকেলে জামিনে মুক্তি পেয়েছিলেন। এসময় নগর গোয়েন্দা পুলিশ এবং কোতয়ালি থানার যৌথ টিম কারাফটক থেকে তাকে আটক করে নিয়ে যায়।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, আসলাম চৌধুরীকে ২০১৪ সালের ৫ জানুয়ারি দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য কোতয়ালি থানা পুলিশ আবেদন জানিয়েছে।
আদালত ১৬ জুলাই ওই আবেদনের উপর শুনানির সময় নির্ধারণ করেছেন। ১৬ জুলাই পর্যন্ত আদালত আসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন। গত ৫ জানুয়ারি নগরীর নাসিমন ভবন থেকে তিনশ’ নেতাকর্মীসহ আসলাম চৌধুরীকে গ্রেফতার করেছিল পুলিশ।
এসএইচএস/আরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর