ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মুজাহিদের ফাঁসি বহাল : গণজাগরণ মঞ্চের উচ্ছ্বাস প্রকাশ

প্রকাশিত: ০৪:৫১ এএম, ১৬ জুন ২০১৫

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় উচ্ছ্বাস প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার রায় ঘোষণার পর সংবাদমাধ্যমে কাছে এ উচ্ছ্বাস প্রকাশ করেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

রায়কে ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে শাহবাগে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। রায় শোনার পর তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ইমরান এইচ সরকার বলেন, আপিল বিভাগ রায় বহাল রাখায় আমরা খুশি।

উল্লেখ্য, মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ফাঁসির রায় বহাল রাখেন।
 
এর আগে মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ।

আরএস/এমএস