ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মুজাহিদের রায়ের রিভিউ আবেদন করা হবে : খন্দকার মাহাবুব

প্রকাশিত: ০৪:৪৮ এএম, ১৬ জুন ২০১৫

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রধান আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন। মঙ্গলবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায়ের কপি হাতে আসলেই রিভিউ আবেদন করা হবে। আপিল বিভাগ আমাদের আবেদন আংশিকভাবে মঞ্জুর করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, সকালে মুজাহিদের আপিল আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।

এসকেডি/এমএস