ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে : নোমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘আমরা জয়ের মুখোমুখি। সেই পরিবেশ সৃষ্টি হচ্ছে; আগামী দিনের আন্দোলনে আমাদের সাংগঠনিক কর্মদক্ষতা আরও বৃদ্ধি করতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, ‘ক্ষমতাসীন সরকারের বিশ্বাসঘাতকতা ও ব্যর্থতা এখন সর্বক্ষেত্রে বিরাজমান। তারা জনগণের সরকার নয় বলে খাদ্য সম্পর্কে তাদের কোনো নীতিমালা নেই। তাই তারা চালের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। মন্ত্রী ও এমপিরা দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাদের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নেই। এদের বিরুদ্ধে আমরা জয়ের মুখোমুখি। পরিবেশ সৃষ্টি হচ্ছে, আগামী দিনের আন্দোলনে আমাদের সাংগঠনিক কর্মদক্ষতা আরও বাড়াতে হবে।’

সর্বক্ষেত্রে ব্যর্থ সরকার আবার ভোটবিহীন নির্বাচন করতে চাচ্ছে মন্তব্য করে নোমান বলেন, ‘এ সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। তারা ভোটবিহীন নির্বাচন করার পাঁয়তারা করছে। বাংলাদেশের মাটিতে আমরা আর এমন নির্বাচন হতে দিতে পারি না।’

নোমান বলেন, ‘সরকারি খাদ্যাগারে যে পরিমাণ মজুদ থাকার কথা ছিল সে পরিমাণ মজুদ নেই। আজকের দিনে ১০ লাখ মেট্রিক টন চাল মজুদ থাকার কথা সেখানে দুই লাখ মেট্টিক টন রয়েছে। সরকারি মজুদের কথা ব্যবসায়ীরা জেনে যান নানাভাবে। এবং কোন বাজারে চালের চাহিদা বেশি, সেখানে সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন এসব ব্যবসায়ী।’

তিনি বলেন, ‘এছাড়া সরকার ব্যবসায়ী ও মিল মালিকদের থেকে ৩০-৩২ টাকায় চাল কিনতে চেয়েছিল। ব্যবসায়ীরা তা দেয়নি। ফলে সরকার এ প্রকল্পে ব্যর্থ হয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি হাজি মো. লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাব হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি মোশাররফ হোসেন, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, দেশ বাঁচাও মানুষ মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এমএম/এসআর/জেআইএম

আরও পড়ুন