ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

হাসপাতালে মির্জা ফখরুল

প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১৩ জুন ২০১৫

হাইকোর্টের নির্দেশের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করেছে কারা কর্তৃপক্ষ।

এর আগে গত সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রপ্রচার করেন।

শনিবার বেলা পৌনে ১ টার দিকে মির্জা ফখরুলকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য এ হাসপাতালে নিয়ে আসা হয়। ডা. সজল কুমার ব্যানার্জীর তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

গত মঙ্গলবার হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেয়। এর আগের দিন সোমবার মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম তার স্বামীকে হাসপাতালে ভর্তির আবেদন জানিয়ে হাইকোর্টে আবেদন করেন।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে আটক হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই রাতে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রেখে পরদিন গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিনের দুটি আবেদনই নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ পর্যন্ত তিনি প্রায় ছয়বার জেল খেটেছেন। বিভিন্ন সময়ে তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়।

এমএম/এআরএস/এমএস