ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘ত্রাণ সংগ্রহ ও বিতরণে বাধা দেয়া মানবাধিকার লঙ্ঘন’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:০০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সংগ্রহ ও বিতরণে বাধা দেয়াকে মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। শুক্রবার এক বিবৃতিতে দলটি এ মন্তব্য করে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যক্তি, গোষ্ঠী সামাজিক সংগঠন অথবা রাজনৈতিক দলের উদ্যোগে ত্রাণ কার্যক্রমে সরকার ও সরকারি দল কর্তৃক হামলা, হুমকি এবং বাধা প্রদান মাবাধিকার লঙ্ঘনের শামিল।

এতে আরও বলা হয়েছে, বিএনপির ২৭ ট্রাক ত্রাণসামগ্রী আটকানো, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) গাজীপুরে এবং উত্তরবঙ্গে ত্রাণ সংগ্রহের টিমকে পুলিশ বাধা দিয়েছে। এছাড়া বিভিন্ন ব্যক্তি, মহল, সামাজিক সংগঠনের ত্রাণ কার্যক্রমের উপর সরকারি বাধা দেয়া হচ্ছে, যা একটি অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ।

এফএইচএস/জেডএ/আইআই 

আরও পড়ুন