ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

শত্রু পক্ষ ফাঁদ তৈরি করতেই পারে, পা দিবেন কেন : মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০৩:০১ পিএম, ১১ জুন ২০১৫

আওয়ামী লীগের সভাপতি  মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শত্রু পক্ষ ফাঁদ তৈরি করতেই পারে। তাই বলে আপনারা ফাঁদে পা দেবেন কেন? এক এগার প্রেক্ষাপটে মাইনাস টু ফর্মুলায় আওয়ামী লীগের কতিপয় নেতার বিতর্কিত ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি এ কথা বলেন।
 
বৃহস্পতিবার রাতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ২০০৭ সালের এক এগার প্রেক্ষাপটে দলের সভাপতি শেখ হাসিনা গ্রেফতার হওয়ার সময়ে আওয়ামী লীগের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সংগঠন করি বলে কারো নাম বলতে চাচ্ছি না। কিন্তু কার কি ভূমিকা ছিল তা দেশের মানুষ সাক্ষী। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সাক্ষী। কি ছিল পার্টির অবস্থা?

শেখ হাসিনার গ্রেফতারের পূর্বের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, তখন নেত্রী (শেখ হাসিনা) আমার হাতে একটি কাগজ দিয়ে বললেন, এটা গনমাধ্যমে জানিয়ে দিয়েন। ওই কাগজে লিখা ছিল তার অবর্তমানে প্রয়াত রাষ্ট্রপতি (তখন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য) জিল্লুর রহমান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তখন আমি নেত্রীকে বললাম আপনি গাড়িতে উঠার আগে উচ্চস্বরে যতটুকু পারেন বিষয়টি বলে যান। কারণ আমি জানতাম বলা হবে যে, এটা বানোয়াট লেখা। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কাগজটা দেখা হবে। লেখাটা চ্যালেঞ্জ করা হবে।

সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে কাজ করা রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন মতিয়া চৌধুরী। সেই সঙ্গে বিভিন্ন আন্দোলন ও প্রেক্ষাপটে দেশ ও জনগণের জন্য শেখ হাসিনার অবিচল থাকার কয়েকটি বর্ণনা দেন এ অগ্নিকন্যা।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেলমন্ত্রী মুজিবুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সভাপতিমন্ডলীর সদস্য আনোয়ারুল ইসলাম, আতাউর রহমান, মাহবুবুর রহমান হিরন, মজিবুর রহমান চৌধুরী, শহীদ সেরনিয়াবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ।

এসএসএ/আরএস/পিআর