ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে সরকার কূটকৌশল করেছে’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৪ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমার সরকারের মতো রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে এই (বাংলাদেশ) সরকারও কূটকৌশল গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

খন্দকার মোশাররফ বলেন, ‘রোহিঙ্গারা হত্যাযজ্ঞের শিকার। অথচ মিয়ানমার সরকার বলছে তারা নাকি সন্ত্রাস দমনে কাজ করছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের সরকার জনগণের মনের কথা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।’

রোহিঙ্গা ইস্যুতে বিএনপি নোংরা রাজনীতি করছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনায় তিনি বলেন, ‘ওনার (কাদের) বক্তব্য অত্যন্ত দুঃখজনক। সমগ্র বিশ্ব দেখছে কীভাবে একটি জাতিগোষ্ঠীকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মিয়ানমার সরকার নির্মূল করে দেওয়ার চেষ্টা করছে। আমরা (বিএনপি) শুধু জনগণের মনে কথার প্রতিফলন ঘটিয়ে গতকাল (শুক্রবার) মানববন্ধন করেছি, এখানে নোংরামির প্রশ্নই আসে না।’

তিনি বলেন, ‘আমরাই সঠিক কথা বলছি, বরং সরকার আজকে মিয়ানমার সরকারের মতো রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে নানা কূটকৌশল গ্রহণ করেছে। যা এদেশের জনগণ গ্রহণ করছে না। তাই আমরা মনে করি সারা পৃথিবী যা দেখছে সেটাই সত্য, আর মিয়ানমার সরকার যা বলছে এবং বাংলাদেশ সরকার যে সাফাই গাইছে তা কখনও সঠিক নয়।’

‘প্রাণের ভয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আসছে তাদের সাময়িকভাবে আশ্রয় দিয়ে পরবর্তীকালে মিয়ানমারে ফিরিয়ে দিলে, তারা যাতে করে সেই দেশে নাগরিকত্ব পায় সে ব্যাপারে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা একটি জাতিগোষ্ঠীকে নির্মূল করে দেওয়া কখনও সমর্থন করি না। কারণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদেরও ভারতে আশ্রয় নিতে হয়েছিল। তখনও কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন, তারা বলেছিল- কোনো কিছুই না। এরা (আমরা) শুধু শুধু বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের প্রায় অর্ধেক মহিলা। তাই মহিলাদের সংগঠিত করার জন্য তিনি জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আর আমাদের নেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’

এ সময় বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সহ সভপাতি জেবা খান, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরীন খানসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

এমএম/এসআর/আইআই

আরও পড়ুন