ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কাদের সিদ্দিকীর শয্যাপাশে ওবায়দুল কাদের এমপি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৫৫ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হাসপাতালে ভিআইপি ডিলাক্স ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন বঙ্গবীর।

মঙ্গলবার সকালে কাদের সিদ্দিকীকে দেখতে হাসপাতালে গিয়ছিলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী কাদের সিদ্দিকীর শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, অতিরিক্ত রেজিস্ট্রার ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, সহকারী পরিচালক (হাসপাতাল) বেলাল এইচ সরকার প্রমুখও এসময় উপস্থিত ছিলেন।

ডেঙ্গু জ্বর ও ডায়াবেটিসের সমস্যা নিয়ে গত ৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন বঙ্গবীর।

এমইউ/এনএফ/জেআইএম

আরও পড়ুন