ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ষড়যন্ত্রকারীরাই দেশের স্বাধীনতা চায়নি : বঙ্গবন্ধু পরিষদ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:১৭ পিএম, ৩১ আগস্ট ২০১৭

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রকারীরাই, যারা দেশের স্বাধীনতা চায়নি, এরাই চক্রান্ত করে ১৫ আগস্ট সংঘটিত করেছিল।

বৃহস্পতিবার রাজধানীর কলাবাগানের বশির উদ্দিন রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে’ শীর্ষক আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।

নেতারা বলেন, বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা ঠিক নয়। ইতিহাসে তার অবস্থান নির্ধারিত হয়েছে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু, আশা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, অধ্যাপক ড. মো. সেলিম, ফারজানা হাবিব, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফজলুল হক, বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদার আলী, কৃষি ব্যাংকের জেনারেল ম্যানেজার ড. লিয়াকত হোসেন মোড়ল, জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার (বীরমুক্তিযোদ্ধা) প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।

এফএইচএস/জেআইএম

আরও পড়ুন