ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

২০ দলীয় জোটের সমাবেশ শুরু

প্রকাশিত: ১০:৩১ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদ নেয়ার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় এ সমাবেশ শুরু হয়।

দুপুর ২টার পর থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলীয় ব্যানার ও দাবি সম্বলিত ফেস্টুন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। এসব মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় নেতারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের কাছ থেকে এ সমাবেশের অনুমতি বিলম্বে পাওয়ায় মঞ্চ নির্মাণ করা হচ্ছে না। ট্রাকের ওপর সমাবেশ করার প্রস্তুতি নেন ২০ দলীয় জোটের নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের কাছে সমাবেশ করার অনুমতি চাইতে গেলে ডিএমপির লিখিত অনুমোদন সাপেক্ষে সভা করার অনুমতি পায় ২০ দলীয় জোট।

সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস। প্রতিবাদ সমাবেশে বিএনপি ও শরিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।