ব্যানার ফেস্টুন সরাতে ছাত্রলীগ সভাপতির নির্দেশ
রাজধানীতে ব্যানার ফেস্টুন আগামী ১২ জুনের মধ্যে সরিয়ে ফেলার নিদের্শ দিয়েছে ছাত্রলীগের হাইকমান্ড। এছাড়া দেশের কোথাও অবৈধভাবে বিলবোর্ড দখল করে ব্যানার না লাগানোর জন্য ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিদের্শ দেয়া হয়েছে। নিদের্শ উপেক্ষা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউর মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ নির্দেশ দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ জানান, সারাদেশে কোথাও যদি কোন ছাত্রলীগ নেতা, কর্মী, সমর্থক বিলবোর্ড ব্যবহার করেন তাহলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এর ব্যতয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠিক ব্যবস্থা নেওয়া হবে।
মহানগরের নেতা-কর্মীদের উদ্দেশ্যে নিদের্শ দিয়ে তিনি বলেন, সম্মেলন উপলক্ষ্যে লাগানো বিভিন্ন ব্যানার, ফেস্টুন, পোস্টার এক সপ্তাহের মধ্যে অপসারণ করতে হবে। আগামী ১২ জুনের পর রাজধানীর কোথাও ব্যানার, ফেস্টুন, পোস্টার দেখা গেলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এছাড়া নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে ব্যাক্তিগতভাবে ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগানো যাবে না। শুধুমাত্র কোন ইউনিটের পক্ষ থেকেই শুভেচ্ছা জানানো যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, সুমন কুন্ডু, সংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দফতর সম্পাদক শেখ রাসেল, নব নিযুক্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বায়োজিদ আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।
এএসএস/এএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর