ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কাউন্সিলর ছাড়াই খুলনা ছাত্রলীগের সম্মেলন

প্রকাশিত: ০৬:১৫ এএম, ০৫ জুন ২০১৫

আগামী ৮ জুন খুলনা মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন পর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ খুলনা মহানগর শাখার এই সম্মেলনকে সামনে রেখে গোটা নগরী বিভিন্ন রঙে সেজেছে। তবে বিপুল ব্যয়ের এই সম্মেলন এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো কাউন্সিলর ছাড়াই।

নগরী ছেয়ে গেছে প্রার্থীদের নানা রংয়ের ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ডে। প্রার্থীদের পক্ষে প্রতিদিন মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে দলীয় কার্যালয়। তৃণমূলের কর্মীদের প্রত্যাশা সাংগঠনিকভাবে দক্ষ এবং সংগঠনকে সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি হবে।

২০১০ সালের ২ অক্টোবর খুলনা মহানগর ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেব দুলাল বাড়ই বাপ্পীকে সভাপতি এবং শেখ শাহজালাল হোসেন সুজনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর ২০১২ সালে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ১১৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে এই কমিটি কোনো থানা এমনকি কোনো ওয়ার্ড ও কলেজ কমিটি গঠন করতে পারেনি। ফলে সম্মেলনে কাউন্সিলর নির্ধারণ করা হবে না।

ছাত্রলীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, ২০১৪ সালের প্রথম দিকে সরকারি আযম খান কমার্স কলেজে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে খুলনা মহানগর ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। চলতি বছরের প্রথম দিকে কেন্দ্রের নির্দেশে কমিটির কার্যক্রম চালু হলেও এখনো পর্যন্ত খুলনা মহানগরীর পাঁচ থানা ও ১৬টি কলেজে ছাত্রলীগের কোনো কমিটি গঠন করা সম্ভব হয়নি। গতকাল পর্যন্ত কাউন্সিলরদের কোনো তালিকাও তৈরী হয়নি। শেষ পর্যন্ত কাউন্সিলর তালিকা ছাড়াই ৮ জুন নগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৮ জুন সকাল ১০টায় নগরীর শহীদ হাদিস পার্কে নগর ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। সম্মেলন উদ্বোধন করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বাদিউজ্জামান সোহাগ। প্রধান বক্তা থাকবেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বিশেষ অতিথি থাকবেন বেগম মন্নুজান সুুফিয়ান এমপি, এস এম কামাল হোসেন, তালুকদার আব্দুল খালেক এমপি, শেখ হারুনুর রশীদ, এস এম  মোস্তফা রশিদী সুজা এমপি ও আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি।

এদিকে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন অন্যতম। এ পদে অপর প্রার্থী হলেন বর্তমান কমিটির সহসভাপতি তাজমুল হক তাজু।

সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান রাসেল, নগর সাংগঠনিক সম্পাদক আলিমুল জিয়া, শেখ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক নিশাদ ফেরদৌস অনি ও আইন সম্পাদক এহসানুল কবির অমি ।

অপর দিকে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় খুলনা জেলা ছাত্রলীগের সম্মেলন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সম্প্রতি সভাপতি ও সাধারণ সম্পাদক পুর্ণাঙ্গ একটি কমিটি কেন্দ্রে জমা দিয়েছেন। আগামী ৬ মাসের মধ্যে সম্মেলন করার শর্ত দিয়ে এ কমিটি অনুমোদনের চেষ্টা চলছে। ফলে আপাতত খুলনা জেলা ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না।

আলমগীর হান্নান/এমজেড/এমএস