ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

এটা ফাউল বাজেট : বিএনপি

প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৪ জুন ২০১৫

২০১৫-১৬ অর্থবছরের জন্য দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট প্রস্তাবনাকে বাস্তবধর্মী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় তাৎক্ষণিত এক প্রতিক্রিয়ায় তিনি জাগো নিউজকে বলেন, ‘এটা ফাউল বাজেট। এরকম বাজেট কখনো হয়নি। এটা বাস্তবধর্মী বাজেট হয়নি। উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবধর্মী হতে হবে।’

তিনি বলেন, বর্তমান সংসদ অনির্বাচিত। যারা বাজেট করছেন তাদের কোন দায়বদ্ধতা নেই। সংসদের মতো পবিত্র জায়গায় কালো টাকাকে সাদা করার সুযোগ দিয়ে সংসদকে অপবিত্র করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাজেটে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়ার সমালোচনা করেন তিনি। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কম বরাদ্দ দেয়ারও সমালোচনা করেন তিনি।

এদিকে প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহামুদ চৌধুরী জাগো নিউজকে বলেন, অনির্বাচিত সরকার অনির্বাচিত সংসদে বাজেট প্রস্তাব করেছে। অনির্বাচিত সরকারের কারণে ব্যক্তিখাতে বিনিয়োগ নেই। বিদেশিদের বিনিয়োগ নেই। অনির্বাচিত সরকারের প্রতি তাদের আস্থা নেই। সরকারি বিনিয়োগে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অপচয়ের কারণে ইতিপূর্বে বাজেট পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা কালে প্রায় ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি রেখে এসেছিলো। গত ৭ বছরে তাতো বাড়েনি বরং কমেছে।

এমএম/এসএইচএস/আরআই