খালেদার জন্মদিন পালন করেনি বিএনপি
গত বছরের ন্যায় এ বছরও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেননি দলটির নেতাকর্মীরা। সাধারণত ১৫ আগস্টের প্রথম প্রহরে খালেদার জন্মদিন উপলক্ষে কেক কেটে উল্লাস করা হলেও এবার তা থেকে বিরত থেকেছেন তারা।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বন্যাদুর্গতদের দুর্ভোগের কথা বিবেচনা করে ম্যাডামের জন্মদিনে কেক কাটা হয়নি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনোই জন্মদিন পালন করেন না উল্লেখ করে শায়রুল বলেন, জন্মদিনের কেক কাটার আয়োজন করে মূলত দলের নেতাকর্মীরা।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান জাগো নিউজকে বলেন, আনুষ্ঠানিকভাবে কেক কাটার আয়োজন স্থগিত করা হয়েছে। বন্যাদুর্গতদের দুর্দশার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের বিকল্প হিসেবে দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ছাত্রদলের এই সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, ১৫ আগস্ট খালেদার জন্মদিন উপলক্ষে প্রতি বছর গুলশানে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেকে কেটে উৎসব করার আয়োজন করে থাকেন। খালেদা জিয়া নিজে কেক কেটে নেতাকর্মীদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগিও করতেন।
তবে গত বছর ও এ বছর বন্যার্তদের দুর্ভোগের কারণ দেখিয়ে জন্মদিনের উৎসব কথা থেকে বিরত থেকেছেন দলটির নেতাকর্মীরা।
এমএম/বিএ