খালেদার খাবার বিতরণ কর্মসূচির মঞ্চ ভাঙলো পুলিশ
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকি উপলক্ষে খালেদা জিয়ার খাবার বিতরণ কর্মসূচির মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ। রোববার সকালে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে স্থাপিত এ মঞ্চ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুস্থদের মাঝে খাবার বিতরণের কথা ছিল।
দলটির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে জানিয়েছেন, বেগম জিয়ার বেলা এগারটার দিকে দ্বিতীয় দিনের মতো খাবার বিতরণ শুরু করার কথা ছিল। কিন্তু এ কার্যক্রমটি শুরুর আগেই খাবার বিতরণের জন্য নির্ধারীত মঞ্চটি পুলিশ ভেঙে দেয়। পরে বেগম খালেদা জিয়া বেলা ১১টা ৪০ মিনিটে খাবার বিতরণ শুরু করেন। তিনি গুলশান ছাড়াও রাজধানীর মহাখালী, শাহীনবাগ, গাবতলী বাসস্ট্যান্ড, মিরপুর শাহানী বাজার, পল্লবীসহ মোট ১৩টি পয়েন্টে খাবার বিতরণ করবেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, মূলত এটি একটি ডিপ্লোমেটিক এরিয়া। এছাড়া রাজধানীতে কোন ধরণের সভা-সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি প্রয়োজন হয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে সে ধরণের কোন অনুমতি নেয়া হয়নি বলেই পুলিশ ওই মঞ্চটি ভেঙে দিয়েছে।
এমএম/জেআর/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা