ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ষোড়শ সংশোধনীর ঐতিহাসিক রায়ে জনগণ উৎফুল্ল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৫ আগস্ট ২০১৭

ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়ে দেশের জনগণ উৎফুল্ল বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

শনিবার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে এ কথা বলেন।

দলটির গণসংযোগ বিষয়ক সম্পাদক সাহিদ সিরাজী স্বাক্ষরিত বিবৃতিতে নেতারা বলেন, সরকারি দলের নেতারা এ রায়ের বিরুদ্ধে এমনভাবে বিষোদগার করছেন যা শুধু আদালত অবমানারই শামিল নয়, গণতন্ত্র ও অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়াকে অস্বীকার করার শামিল। তারা লাগাতারভাবে প্রধান বিচারপতিকে অসৌজন্যমূলক মন্তব্য করে যাচ্ছেন অথচ রায়টি শুধু প্রধান বিচারপতি এককভাবে প্রদান করেননি, বেঞ্চের সব সদস্যরা মিলেই করেছেন।

বিবৃতিতে নেতারা আরও বলেন, সুপ্রিম কোর্ট যতবার এ আইন বাতিল করবে তারা ততবারই এ আইন পুনরায় প্রণয়ন করবেন এ কথা বলার মধ্য দিয়ে পার্লামেন্ট ও বিচার বিভাগকে একটি তামাশার বস্তুতে পরিণত করতে চান-যা এদেশের জনগণ কোনো দিনই মেনে নেবে না।

এইউএ/জেএইচ/জেআইএম