ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দুস্থদের মাঝে খালেদার খাবার বিতরণ

প্রকাশিত: ০৯:২১ এএম, ৩০ মে ২০১৫

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট টিঅ্যান্ডটি মাঠ থেকে খাবার বিতরণ শুরু করেন তিনি।

এরপর ধানমণ্ডি, কলাবাগান, মোহাম্মদপুর টাউন হল, আজিমপুর, লালবাগ বালুর মাঠ, হাইকোর্ট মাজারে খাবার বিতরণ করেন খালেদা।

শান্তিনগর, মৌচাক, খিলগাঁও, মতিঝিল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ি ফারুক সরণী, রায়সাহেব বাজার, নয়াবাজার, ঢাকা জজ কাের্ট, বংশাল, নর্থ সাউথ সড়কসহ সন্ধ্যা পর্যন্ত মোট ২৫টি স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণের কথা রয়েছে বেগম জিয়ার।

খাবার বিতরণ কর্মসূচিতে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মাশাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপাসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম থান, এজেএম জাহিদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলমসহ দলের কেন্দ্রীয় এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন খালেদা জিয়া।

এমএম/বিএ/আরআইপি