ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দুদু ও রিজভীর জামিন-রিমান্ড আবেদন নামঞ্জুর

প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৮ মে ২০১৫

হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের কয়েকটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তাদের রিমান্ড আবেদনও নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের আদালতে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এদিন তাদেরকে আদালতে হাজির করে রিজভীকে তিনটি মামলায় ২৭ দিন ও দুদুর ছয় মামলায় ৬০ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি চায় পুলিশ। একই সঙ্গে আসামিরপক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড আবেদন নাকচ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিনের উভয় আবেদন নাকচ করে জেলেগেটে জিজ্ঞাসাবাদের ওই আদেশ দেন।

বিগত হরতাল-অবরোধের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কর্তব্য কাজে বাধা ও নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলাগুলো দায়ের করা হয়েছিল।

এআরএস/এএইচ/পিআর