ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বাবলুর সামনেই ছাত্রসমাজের সভাপতি-সম্পাদককে জুতাপেটা

প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৩ মে ২০১৫

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সামনেই সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জুতাপেটা করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। জানা গেছে- জাতীয় পার্টির এই ছাত্র সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি বিলুপ্ত করার ঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মীরা এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটায়।

শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান।

ঘটনা সূত্রে জানা যায়, ছাত্রসমাজের নগর উত্তরের বিক্ষুব্ধ অর্ধশতাধিক কর্মী দলের মহাসচিবের কক্ষের দরজা ভেঙে সেখানে বসে থাকা সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুকে জুতাপেটা করে। এ পরিস্থিতিতে সেখানে উপস্থিত জাপার কয়েকজন নেতা তাদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেন।

এ ঘটনার পরই ছাত্র সমাজের নেতারা বিষয়টি এরশাদকে অবহিত করার জন্য তার বাসার দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে ছাত্রসমাজের সভাপতি হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এরকম কোনো ঘটনাই ঘটেনি। আজ কুমিল্লা জেলা জাপার কমিটি গঠনের জন্য বসার কথা ছিল।’

এসএইচএস/আরআই