খালেদা-তারেক নেতৃত্বের প্রতি নেতা-কর্মীদের আস্থা নেই
খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়ার নেতৃত্বের প্রতি বিএনপির নেতা-কর্মীদের যে আস্থা নেই তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। শুক্রবার সকালে কুষ্টিয়ায় তার বাসভবনে ‘সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে’ - এমন এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়া ইতিপূর্বে যে সব কর্মসূচি দিয়েছিলেন, তা বাস্তবায়নের জন্য বিএনপির কোনো নেতা-কর্মী রাস্তায় নামেননি। এরমধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয়েছে, বেগম খালেদার বিরুদ্ধে তারা অনাস্থা ব্যক্ত করেছেন। আর বিএনপির নেতৃত্বে যদি অন্য কেউ আসতে চান, তাহলে আসতেই পারেন। সেটা তাদের ব্যাপার। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই।
‘সরকার গণমাধ্যমকে বিএনপির পেছনে লেলিয়ে দিয়েছে’- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নেতা-কর্মীদের চিন্তা-চেতনা যদি ভিন্ন হয়, তারা যদি আরেকটি দল গড়তে চান- তাহলে সেই পরামর্শ তো আর গণমাধ্যম দেয়নি। গণমাধ্যম শুধু তাদের চিন্তা চেতনাকে তুলে ধরেছে। তাই এই বিষয়টি নিয়ে গণমাধ্যমকে অভিযুক্ত করার কোনো যুক্তি নেই।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী,শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এআরএ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর