ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জাতীয় পার্টিই গণতন্ত্রের ধারক-বাহক : বাবলা

প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৮ জুলাই ২০১৭

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতীয় পার্টি হলো গণতন্ত্রের সত্যিকারের ধারক-বাহক আর সংবিধানের রক্ষক।

শনিবার রাজধানীর শ্যামপুরে নবনির্মিত দুটি সড়কের উদ্বোধন উপলক্ষে কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বাবলা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ না করলেও সংবিধান যেমন লঙ্ঘিত হত, ঠিক তেমনি গণতন্ত্রের অগ্রযাত্রাও ব্যাহত হত। আমরা নির্বাচনে অংশ নিয়ে সংবিধানকে যেমন সমুন্নত রেখেছি, ঠিত তেমনি গণতন্ত্রের অগ্রযাত্রাকে চলমান রেখেছি। দেশে নিরবিচ্ছিন্ন গণতন্ত্র থাকার কারণেই সরকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে, তাই সরকারে উন্নয়নের অংশীদার জাতীয় পার্টি।

কদমতলী থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্যে রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সাইজুল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, ছাত্রসমাজ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাহ ইমরান রিপন, যুবসংহতির কদমতলী থানার আহ্বায়ক মো. আলমগীর হোসেন, মহিলা পার্টির নেত্রী শাহনাজ পারভীন, পারুল আক্তার প্রমুখ।

এমইউএইচ/বিএ/জেআইএম