ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

শেখ হাসিনা জিয়ার ষড়যন্ত্র রুখে দিয়েছেন : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৮ মে ২০১৫

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই জিয়াউর রহমান বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় প্রতিষ্ঠা দিতে পারেনি। জিয়াউর রহমানের ষড়যন্ত্র শেখ হাসিনা রুখে দিয়েছিলেন।

সোমবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

শিল্পমন্ত্রী বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী শক্তির পাকিস্তানি ভাবধারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিলো। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলে তা সফল হতে পারেনি। শেখ হাসিনার আগমনে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে। বঙ্গবন্ধুর পর বাংলার মাটিতে শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আসেনি।

আমির হোসেন আমু বলেন, জিয়াউর রহমান শেখ হাসিনা যেন দেশে ফিরতে না পারেন সে জন্য নিষেদ্ধাজ্ঞা আরোপ করেছিলো। এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনাকে সভাপতি হিসেবে মনোনিত করেছিলো। শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করেছে।

এ সময় শিল্পমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে সরকারের সফলতার চিত্র তুলে ধরেন। সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগরের দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস প্রমুখ।

এএসএস/আরএস/আরআই