ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ইসলামিক পার্টি`র নতুন চেয়ারম্যান ছায়েদুল হাসান

প্রকাশিত: ১১:০৮ এএম, ১৮ মে ২০১৫

২০ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ ইসলামিক পার্টি`র চেয়ারম্যান মরহুম আলহাজ্ব অ্যাডভোকেট আবদুল মোবিন-এর ইন্তেকালে তার শূন্যপদে ব্যারিষ্টার ছায়েদুল হাসান ইকবাল-কে পার্টির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। সােমবার সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় এ সিন্ধান্ত নেয়া হয়।

সভায় ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ ইসলামিক পার্টি`র চেয়ারম্যান মরহুম আলহাজ্ব অ্যাডভোকেট আবদুল মোবিন-এর ইন্তেকালে সর্ব সম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহিত হয়। এছাড় সভায় পার্টিকে গণমুখী ও গতিশীল করার লক্ষে পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আবু তাহের চৌধুরীর প্রস্তাবনায় ও উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে ব্যারিষ্টার ছায়েদুল হাসান ইকবাল-কে পার্টির নতুন চেয়ারম্যান মনোনীত করা হয় এবং বর্ধিত সভার এই সিদ্ধান্ত সোমবার থেকেই কার্যকর হবে বলে জানানো হয়।

পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. এজাজ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ষ্টীয়ারিং কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ নাজিম উদ্দিন, এ. কে. এম. শাহজাহান চৌধুরী, আবু তাহের চৌধুরী, মো. আবুল কাশেম, হাফেজ শহিদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন চৌধুরী, মুহাম্মদ মাহমুদুল হাসান, সরকার মো. নুরুল ইসলাম ও বিভিন্ন মহানগরী ও জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ব্যারিষ্টার সায়েদুল হাসান ইকবাল ইতিপূর্বে বাংলাদেশ ইসলামিক পার্টি`র মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পার্টির চেয়ারম্যান মরহুম আলহাজ্ব অ্যাডভোকেট আবদুল মোবিন-এর পুত্র।

এমএম/আরএস/আরআইপি